আগস্ট ৮, ২০১৯
সি বি হাসপাতালে ‘ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত
রাকিবুল ইসলাম: সি বি হাসপাতালে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টায় সি বি হাসপাতালের ৩য় তলায় হাসপাতাল কর্তৃপক্ষ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সি বি হাসপাতালের চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে ডেঙ্গুর যথেষ্ট প্রকোপ আমরা লক্ষ করছি। সি বি হাসপাতালে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে এবং ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় যে উদ্যোগ নিয়েছে এটি অত্যন্ত ভালো একটি কাজ। হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ডেঙ্গু সম্পর্কে নিজেরা জানেন এবং আপনারা যা জানেন তা অন্যের সাথে শেয়ার করলে অভিজ্ঞতা সঞ্চার হবে ও দক্ষতা বৃদ্ধি করা যায়। আমাদের ডেঙ্গু ব্যবস্থাপনার দুইটি দিক আছে একটি ডেঙ্গু প্রতিরোধ করা আর একটি ডেঙ্গুর চিকিৎসা। কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, অনেক সময় দেখা যায় গরিব অসহায় কিছু রোগী যারা হাসপাতালেও জায়গা পায়নি তারা যদি সি বি হাসপাতালে আসে তাহলে তাদের দিকে খেয়াল রাখবেন যেন তাদের খরচটা ব্যয়বহুল না হয় সে বিষয়ে আপনারা লক্ষ রাখবেন। সর্বোপরি সি বি হাসপাতালকে মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ানোর আহŸান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান। এসময় সি বি হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. আব্দুর রহিম, জেনারেল ম্যানেজার আফতাবুজ্জামান সোহাগ সহ ডাক্তার, নার্স ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সি বি হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. অহিদুজ্জামান। 8,507,013 total views, 467 views today |
|
|
|