আগস্ট ৩, ২০১৯
আক্রান্ত বেশির ভাগ রোগী আসছেন ঢাকা থেকে : সাতক্ষীরায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৫১
নূর মনোয়ার : সাতক্ষীরায় প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে বেশির ভাগ আক্রান্ত ডেঙ্গু রোগীদের কর্মক্ষেত্র ঢাকা। ঢাকাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে নিজ জেলা সাতক্ষীরাতে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখা গেছে, চারজন ডেঙ্গু রোগীর মধ্যে একজন রোগী সুস্থ হয়ে হাসপাতালের ছাড়পত্র নিয়েছে, অন্য তিনজন চিকিৎসাধীন আছেন। ডেঙ্গু রোগে চিকিৎসাধীন ঝাউডাঙ্গা হাজিপুর গ্রামের প্রসনজিৎ সরকার (২৮) জানান, আমি গত বৃহস্পতিবার জ্বরে আক্রান্ত হই পরে ডেঙ্গু ধরা পড়ে। পরিবারের পরামর্শে সাতক্ষীরাতে চিকিৎসা নিচ্ছি যাতে পরিবারের সদস্যদের কাছে পাই। চিকিৎসকেরা বলছে রক্তের প্লাটিলেট ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, প্রথমে ১ লাখের কম ছিল যা এখন ২ লাখের কাছাকাছি। আমাকে জানানো হয়েছে দুই একদিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে। সাতক্ষীরা সদর হাসপাতালে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয় এরমধ্যে ২০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়েছে। বর্তমানে রোগী ভর্তি আছে ১২ জন, এর মধ্যে ৭ জন পুরুষ, ৫ জন মহিলা। সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট রবিন্দ্রনাথ ঘোষ জানান, ১২০ জনের ডেঙ্গু রোগের জীবাণু পরীক্ষা করেছি। আমাদের কাছে ১২০টি কিড আছে। আমরা যদি দু-একদিনের মধ্যে কিড না পায় তাহলে সমস্যায় পড়বো। 8,507,262 total views, 716 views today |
|
|
|