আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বড়দল বাজারের বিভিন্ন দোকান থেকে বিক্রয় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ জব্দকৃত মালামাল গুলি ভ্রাম্যমান আদালতে বিনষ্ট করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তারের কার্যালয়ে তার নির্দেশে জনসম্মুখে জব্দকৃত মালামাল গুলি বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ও খাদ্য পরিদর্শক গোলাম মোস্তফা ও তার সহকারী মোক্তারুজ্জামান স্বপনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। প্রসঙ্গত : ১৪ জুলাই দুপুরে বড়দল বাজারের পঞ্চানন রায়ের পঞ্চানন স্টোর, রণজিৎ ব্যাণার্জীর রতন স্টোর, সুভাষ ঢালীর বিণাপাণি স্টোর, সুশান্ত মন্ডলের ভাগ্যলক্ষী ভান্ডার ও নারায়ন মন্ডলের কৃষ্ণ স্টোর থেকে মহামান্য হাইকোর্র্ট কর্তৃক নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ রাঁধুনির গুড়া মরিচ, হলুদ গুঁড়া, সরিষার তেল, নারিকেল তেল, ওলিভ ওয়েল, মেয়াদোত্তীর্ণ টেস্টি স্যালাইনসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।
8,507,912 total views, 1,366 views today