ডেস্ক রিপোর্ট: কবি হিমাদ্রি বসু’র প্রথম কাব্যগ্রন্থ ‘অবেলার চিঠি’র পাঠ উন্মোচন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) শহরের তুফান কনভেনশন সেন্টারের যমুনা হলে প্রকাশনা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে বিকেল সাড়ে ৪টায় কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন করা হয়। এসময় ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ। অনুষ্ঠানের শুরুতে প্রকাশনা উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরে হিমাদ্রি বসু’র প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন শারাবান তহুরা করবী, মনিরুজ্জামান ছট্টু ও মন্ময় মনির। ‘অবেলার চিঠি’ কাব্যগ্রন্থের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন কবি খায়রুল বাসার, অধ্যাপক বাসুদেব বসু, শুভ্র আহম্মেদ এবং ওপার বাংলার প্রবীর কুমার চৌধুরী ও সুমিতা ভট্টাচার্য্য।ি অতিথিরা হিমাদ্রি বসু’র প্রথম কাব্যগ্রন্থের সফল দিক তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন।