জুলাই ২৬, ২০১৯
আশাশুনিতে নৌকা ও কালিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীদের জয়
ডেস্ক রিপোর্ট : উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউপিতে নৌকার প্রার্থী আব্দুল বাছেত ওরফে হারুন চৌধুরী বিজয়ী হয়েছেন। অপরদিকে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শেখ এবাদুল ইসলাম ঘোড়া প্রতীকে ও মৌতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাজী রফিকুল ইসলাম বাটুল আনারস প্রতীকে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) জেলার আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৭টি ইউনিয়নের ৩৭ কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। আশাশুনি প্রতিনিধি সমির রায় জানান, আশাশুনির কুল্যা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও একটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বর পদে এবং দরগাহপুর ইউনিয়ন পরিষদে একটি সংরক্ষিত আসনে মহিলা মেম্বর পদে শান্তিপূর্ণভাবে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে কুল্যা ইউপি’র চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আব্দুল বাছেত হারুন চৌধুরী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। মহিলা মেম্বর পদে পারভিন সুলতানা (কুল্যা) ও দরগাহপুরে মনোয়ারা বেগম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। কুল্যা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল বাছেত ওরফে হারুন চৌধুরী (নৌকা প্রতীক) ৪ হাজার ৪৫১ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রয়াত ইউপি চেয়ারম্যান এসএম রফিকুল ইসলামের স্ত্রী মোছা: জাহিদা ইসলাম (চশমা প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৯৮৭ ভোট। এছাড়া ওমর ছাকি ফেরদৌস পলাশ (আনারস প্রতীক) ২ হাজার ৮২৬ ভোট ও আব্দুল মাজেদ গাজী (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ২ হাজার ২৭১ ভোট। 8,508,138 total views, 1,592 views today |
|
|
|