কালিগঞ্জ প্রতিনিধি: ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ ভাবে পালনের লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের যৌথ প্রস্তুতি সভা শুক্রবার (২০ জুলাই) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কর্মসূচি প্রণয়নের পাশাপাশি মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক সহকারী কমান্ডার আব্দুর রউফ, সাংগঠনিক কমান্ডার শেখ অজিহার রহমান, সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ও কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম মিয়ারাজ, কোষাধ্যক্ষ রাসেল কবীর, মনিরুজ্জামান, মিন্টু, আশিক ইকবাল, আলম প্রমুখ।