জুলাই ১৬, ২০১৯
শিশুকে হত্যার ভয় দেখিয়ে মাকে ধর্ষণের অভিযোগ: আটক ১
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে শিশুকে হত্যার ভয় দেখিয়ে মানসিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মীর মুকুল হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ওই যুবক উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের মৃত মীর আনোয়ার হোসেনের ছেলে। ভুক্তভোগী মানসিক প্রতিবন্ধী গৃহবধূর ছোট ভাই জানান, মুকুল মীর একজন মাদকাসক্ত ও এলাকার চিহ্নিত চোর। গত ১৪ জুলাই রাত ৯ টার দিকে আমার বোন বাড়িতে একা থাকার সুযোগে লম্পট মুকুল মীর আমার বোনের ঘরে প্রবেশ করে। এসময় ওই লম্পট আমার বোনের ৫ মাস বয়সী শিশুর গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখায় এবং ওড়না দিয়ে বোনের মুখ ও হাত বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে আমার পিতা-মাতা বাড়িতে আসলে মুকুল মীর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরদিন (১৫ জুলাই) সকালে লম্পট মুকুল মীর আমার পিতাকে আমাদের বাড়ির সামনে রাস্তার উপর একা পেয়ে আমার বোনের ধর্ষণের বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি প্রদান করে। এছাড়া ১৫ জুলাই রাত সাড়ে ১০ টায় ওই লম্পট আবারও আমার বোনের ঘরে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে আমিসহ স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে মুকুল মীর পালিয়ে যায়। পরবর্তীতে থানায় খবর দিলে উপ-পরিদর্শক জিয়ারত হোসেন অভিযান চালিয়ে মুকুল মীরকে আটক করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 8,509,008 total views, 2,462 views today |
|
|
|