তোমার চোখের বিষণ্ণতার জল টুপ করে আজ ঝরে পড়বে নাকি? দ্বিধান্বিত দুপুর বেলায় তুমি কেন এমন আহত, একাকী! তোমার সকল পথের ধারে ধারে এত কান্না এত অভিমান! অপ্রকাশের আড়াল থেকে তারা গাইতে থাকে বিষাদ মাখা গান। সন্ধ্যা যখন গভীর হয়ে আসে ডাক পাঠিও পাখির কলতানে উড়িয়ে দেব তোমার দুঃখবোধ মর্মরিত পাতার অভিজ্ঞানে।
8,667,760 total views, 3,084 views today