জুলাই ২, ২০১৯
বিদ্যুতের এক খুঁটিতে ১৪ মিটার
আলী মুক্তাদা হৃদয়: সাতক্ষীরার কুখরালিতে নিয়ম বহির্ভূতভাবে একটি বিদ্যুতের খুঁটির সাথে একাধিক মিটার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। পৌরসভার কুখরালী ৬নং ওয়ার্ডের খালকান্দা এলকার ঐ বৈদ্যুতিক খুঁটির নীচ থেকে মাথা পর্যন্ত বসান হয়েছে ১৪ টি মিটার। বিদ্যুৎ বিভাগের নিয়ম অনুযায়ী একটি বৈদ্যুতিক খুঁটি থেকে সর্বোচ্চ ৩০ গজ দুরে সংযোগ দেয়া যাবে। অথচ খুঁটিতে লাগানো এসব মিটারের তার টেনে নিয়ে যাওয়া হয়েছে দেড়শ’ থেকে ২শ’ গজ দূরের খাস জমিতে নির্মিত কয়েকটি বসত ভিটায়। বিদ্যুতের খুঁটিতে মিটার বসিয়ে বিভিন্ন বাসাবাড়ি ও জলাশয়ের উপর দিয়ে এসব তার টেনে নেওয়ায় ফলে দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। শুধু এই এলাকায় নয়, আশপাশের কয়েকটি পাড়া ঘুরে দেখা গেছে বেশ কিছু জায়গায় নিয়মের বাইরে মিটার স্থাপন করা হয়েছে। তবে এসব বিষয়ে ৬নং ওয়ার্ড কাউন্সিলার শহিদুল ইসলাম জানান, বিদ্যুতের এক শ্রেণির অসাধু কর্মকর্তা কর্মচারী মোটা অংকের অর্থের বিনিময়ে নিয়ম বর্হিভূতভাবে বিভিন্ন অবৈধ স্থাপনায় সংযোগ দিতে খুঁটির গায়ে এসব মিটার স্থাপন করছে। এসব মিটার খুঁটির গায়ে লাগানোর বিষয়ে কিছুই জানা নেই ওজোপাডিকোর কর্মকর্তাদের। তবে খুঁটিতে একাধিক মিটার বসানোর বিষয়টি স্বীকার করে বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাজীব চন্দ্র রায় বলেন, দ্রæত এসব মিটার অপসারণ করে ঐ এলাকায় নতুন খুঁটি স্থাপন করা হবে। যদি কেউ অবৈধ সংযোগ ব্যবহার করে তবে মোবাইল কোর্টের মাধ্যেমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবন্থা গ্রহণ করা হবে। 8,509,740 total views, 107 views today |
|
|
|