যদি ভুল করে থাকি জীবন মাঝারে ক্ষমা করো তুমি মোরে। তব ছন্দ-ধারায় সাঁজাও আমারে ব্যথা মুছে চিরতরে। ক্লান্তিরে তুমি দূর করো হে চঞ্চল করো মন, আঁধার ঘুচায়ে আলোর মোহে সুন্দর করো জীবন। অশনি ধ্বনিরে করে প্রতিহত অশুভ হতে রাখো হে বিরত নত করো হে আমারে। হৃদয় কানন পূর্ণ করো হে ভক্তির শত ফুলে, বিষাদ বেদনা মনের কালিমা ঝরে যাক মুকুলে। যদি পূণ্য চরণ দাও হে প্রভূ যাতনা বহিবো হৃদয়ে তবু রাখিবো তোমারে অন্তরে।
8,556,669 total views, 7,275 views today