অনুভূতি যায় না বলা মুখে
কাগজে না লেখা যায়,
উপমিত করতে পারলে পুরোপুরি
অংশবিশেষ বোঝানো যায়।
অনুভূতি হাওয়ার মিঠাই
মুখে দিলে যায় ফুরিয়ে,
স্বাদ রয়ে যায় রসনায়
কাগজে না লেখা যায়।
অনুভূতি ফুরায় না, মরে না
চলে যদি শিরে তান,
সময়ের জ্যামিতিকে গাণিতিকে
হতে থাকে শুধুই শান।
একটি ক্ষণের স্পর্শ, শব্দটির সূরাসুর
যায় বয়ে যায় বহুদূর,
হৃদয়ে যতদিন স্পন্দন রয়ে যায়,
অনুভূতি বয়ে যায়,
কাগজে না লেখা যায়।