আগস্ট ১৫, ২০১৮
মণিরামপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি পালিত
মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বে-সরকারি সংস্থা ও সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণনের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল শোক র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উল্লাহ শরিফী’র সভপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসডিয়াম সদস্য ও সাবেক এমপি এ্যাডভোকেট পিযুষ কান্তি ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, আ’লীগের কেন্দ্রীয় নেতা কামরুল হাসান বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. ফারুক হোসেন, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকাররম হোসেন,আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বশির আহম্মেদ খান প্রমুখ। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাংকন, রচনা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও হামদ-নাত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ ছাড়া উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসডিয়াম সদস্য ও সাবেক এমপি এ্যাডভোকেট পিযুষ কান্তি ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, স্থানীয় এমপি স্বপন ভট্টাচার্য্য, উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. ফারুক হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, আ’লীগ নেতা এ্যাডভোকেট বশির আহম্মেদ খান, প্রভাষক আবুল হাসান, সন্দিপ ঘোষ, যুবলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন, ছাত্রলীগ নেতা মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ। 8,413,597 total views, 1,750 views today |
|
|
|