মে ২৪, ২০১৯
মন্ত্রীর হস্তক্ষেপে মণিরামপুরের রাজগঞ্জ হাট নিয়ে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ সমাধান
স্বপ্না রায়, রাজগঞ্জ (মণিরামপুর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে প্রায় অর্ধশত বছর ধরে চলমান ‘রাজগঞ্জহাট’ নিয়ে দু’পক্ষের মধ্যে গত কয়েকদিন ধরে টান টান উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিলো। সহিংসতা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা বৃদ্ধি করা হয়। রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ হাট উচ্ছেদে এলাকায় মাইকিং করে। অন্যদিকে হাটের ইজারার একই সাথে হাট যথারীতি বসবে বলে মাইকিং করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছিলো স্থানীয়রা। চলতি অর্থবছরে প্রায় ৩২ লাখ টাকা দিয়ে ইজারা নেয়া মালিকপক্ষ হাটের কার্যক্রম চালিয়ে আসলেও রাজগঞ্জ স্কুল কর্তৃপক্ষ নিজেদের জায়গায় হাট বসতে দেবে না বলে বেঁকে বসে। যা আদালত পর্যন্ত গড়িয়েছে। শুক্রবার (২৪ মে) মণিরামপুরের পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী রাজগঞ্জ হাট নিয়ে সৃষ্ট দু’টি পক্ষের বিরোধ চরমে পৌছানোর বিষয়টি আমলে নিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যএমপি সরেজমিন রাজগঞ্জ বাজারে যেয়ে দুই পক্ষকে নিয়ে বসে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে সক্ষম হন। আগামী কোরবানী পর্যন্ত গরুর হাটটি স্কুল মাঠে বসবে আর অন্যান্য বাজার স্কুল মাঠ থেকে সরিয়ে ভূমি অফিস চত্বরে বসবে বলে ওই বৈঠকে সমঝোতা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, থানার ওসি রফিকুল ইসলাম সহ স্কুল কর্তৃপক্ষ ও হাটের ইজারাদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। 8,543,436 total views, 10,768 views today |
|
|
|