মার্চ ৭, ২০১৯
বিভিন্ন স্থানে ঐতিহাসিক ৭ মার্চ পালন
ডেস্ক রিপোর্ট: বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ: আশাশুনি স্বেচ্ছাসেবকলীগ
যশোর জেলা আওয়ামী লীগ শাহীন চাকলাদার আরও বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কর্মী। বঙ্গবন্ধু স্বস্তি ও শান্তির কথা বলেছেন। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা মানুষকে শান্তি ও স্বস্তি দিয়েছেন। জনগণ শেখ হাসিনার পাশে আছে। জনগণ শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে। আগামি ৪১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। উন্নয়নের অগ্রযাত্রায় দলীয় নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু। বিশেষ অতিথি ছিলেন আসন্ন শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শ্যামনগর উপজেলাা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, শ্যামনগর উপজেলা যুবলীগের গোলাম মোস্তফা বাংলা, সাবেক যুবলীগ নেতা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী স.ম আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মারুফ, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুস সবুর মোড়ল, যুবলীগ নেতা মোহাম্মদ রফিক, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক সাবেক ছাত্রনেতা ফয়সাল আহম্মেদ সুমন।
এদিকে পাটকেলঘাটায় সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের উদ্যেগে এতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় পাটকেলঘাটায় কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ময়নুল হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়
8,574,276 total views, 2,046 views today |
|
|
|