শীত শীত ভাবে দুয়ারে দাড়ায়ে, কুয়াশাচ্ছন্ন ভোর দিচ্ছে এলোমেলো হাওয়া, কুয়াশায় ঢাকা সবি লাগছে অধোরা। পাখি ডাকে গাছের ডালে, কৃষাণ চললো মাঠে, সংগ্রহ করতে খেজুরের রস, চারিদিকে যেন বরফ ঠান্ডার আভাস, বানাবে চিটাগুড়, ম-ম গন্ধে যা ভরপুর। মামি বানায় আতপ চালের পিঠা, দুধ-চিনি আর গুড় নানান রকম মিঠা। শীতের সকালে গরম গরম পিঠা, খাচ্ছি বসে উঁনুনের পাশে, এমন সময় পাশের বাড়ির উঠান থেকে, ঢাকুর ঢুকুর শব্দ আসছে কানে ভেসে, গিয়ে দেখি মা বোনেরা সব চাল কুটছে ঢেকিতে। শীতের সকাল দেখতে চললাম এবার মাঠে, আলতো করে রেখেছি পা শিশির জমা ঘাসে, শরীরটা উঠলো আমার একটু শিউড়ে! হীমেল হাওয়া বইছে সরিষা বনে, মৌমাছিরা এসেছে সব মধু নিচ্ছে ফুলে। এলোমেলো দৃশ্যগুলো করছে মোরে সজীব চঞ্চল, কতো উদার মনোরম দৃশ্য এই শীতের সকাল।
8,569,604 total views, 8,309 views today