একদিন আসিবে যেদিন অক্ষী পরে পড়িবে নীল অন্ধকার ছায়া স্তব্ধ হয়ে যাবে হৃদ স্পন্দন জীবনের যবনিকার সেই ক্ষণে বড় নিঃস্ব মনে হবে মানব জীবন। রেখে যাওয়া কীর্তি সব দেখিবে না অতীব পুলকে মৃত্যুদূত কুয়াশারা ঢেকে দেয় যেমন প্রভাকরের দীপ্ত বিভা তেমনি চিরবিদায় জানাবে এ সুন্দর জগৎ। তখনই যেন হে স্রষ্টা এই দীন মানবের যত পাপ ক্ষমা করো নিজ কৃপাগুণে মৃত্যুকষ্ট টাকে করেদিও লীন শ্রেষ্ঠ দয়াময় তুমি তোমার গুণগান অনন্ত সীমাহীন।
8,576,142 total views, 3,912 views today