ডিসেম্বর ১৭, ২০১৮
মণিরামপুরে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহবানে নাগরিক সংলাপ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহবানে মণিরামপুরে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ডিসেম্বর) মণিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (নিপোর্টে) স্থানীয় পিস প্রেসার গ্রুপ (পিপিজি) ও সুজন এর আয়োজন এ সংলাপ অনুষ্ঠিত হয়। পিস প্রেসার গ্রুপের পিস এ্যাম্বাসেডর ও সুজনের স্থানীয় সভাপতি অধ্যাপক মো. আব্বাস উদ্দীন এর সভাপতিত্বে ও সুজন সচিবালয়ের প্রতিনিধি খোরশেদ আলমের সঞ্চালনায় সংলাপে বক্তব্য দেন সুজনের মণিরামপুর উপজেলা কমিটির উপদেষ্টা অরুন কুমার নন্দন, সহ-সভাপতি অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, মণিরামপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক প্রভাষক নুরুল হক, প্রভাষক সঞ্জয় কুমার দে, শিক্ষক অশোক কুমার বিশ্বাস, পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, পৌর কাউন্সিলর পারভীনা আকতার, পৌর কাউন্সিলর শংকরী রানী বিশ্বাস, সুরাইয়া নার্গিস, শিক্ষা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাফিজুর রহমান, শফি সম্রাট, শফিকুজ্জামান,সাংবাদিক জাহাঙ্গীর আলম, উজ্জ্বল রায় প্রমুখ। অনুষ্ঠানের বক্তারা আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার পাশাপাশি সকল নাগরিকদের ভূমিকা রাখতে উদাত্ত আহবান জানান। এছাড়া নির্বাচনের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে সুষ্ঠু, শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সহযোগিতা প্রদানের জন্য আহবান জানান। 8,576,697 total views, 4,467 views today |
|
|
|