নভেম্বর ২৮, ২০১৮
তালায় সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা ও জঙ্গীবাদ নিরসনে ইউনিয়ন মেলা
তালা প্রতিনিধি: গতকাল (২৮ নভেম্বর) সকালে তালা উপজেলার সদর ইউনিয়নের ভায়ড়া মাঠে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা ও জঙ্গীবাদ নিরসনে ইউনিয়ন মেলা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে এবং ইউএনইউমেনের সহায়তায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। ব্র্যাকের শান্তি ও সম্প্রীতিতে নারী প্রকল্পের কর্মসূচির জেলা ব্যবস্থাপক হুমায়ন কবীর, সংরক্ষিত ইউপি সদস্য নাসিমা আক্তার ময়না, শিক্ষক তুষার কান্তি, আব্বাস আলী, আসাদুল ইসলাম, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি প্রোগ্রাম অর্গানাইজার মোরশেদা আক্তারসহ শতাধিক নারী-পুরুষ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। 8,804,259 total views, 10,504 views today |
|
|
|