দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সামগ্রিক বিষয়ে সমন্বয় ও প্রশাসনের তৎপরতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বক্তব্য রাখেন পুলিশ সুপার সাজ্জাদুল ইসলাম, স্থানীয় সরকার উপ-পরিচালক (ডিডিএলজি) শাহ আব্দুল সাদি, ১৭ বিজিবির সিও ফজলে মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউজ্জামন, এনএসআই উপপরিচালক মোজাম্মেল করিম, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক অনন্দিতা রায়, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার শাহিন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী প্রমুখ। এসময় আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে সকল পর্যয়ের প্রশাসনেকে সমন্বয় করে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।