সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়েছে। সোমবার (৫ নভেম্বর) সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, উপজেলা নির্বাচন অফিসের আবু হাসান, ইউপি সদস্য মোকলেছুর রহমান, পরিতোষ বিশ্বাস, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, নির্মল কুমার মন্ডল, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুর রহমান, আলফাতুন নেছা, আরতী রানী মন্ডল প্রমুখ।