দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদের উদ্যোগে দুর্নীতি, অনিয়ম ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ‘আমাদের ইউএনও’ এবং ‘আমাদের এসিল্যান্ড’ শীর্ষক গণশুনানি কর্মসূচি পরিচালিত হচ্ছে।
প্রতি সপ্তাহের বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা চত্বরে আমাদের ইউএনও’র কার্যক্রম পরিচালিত হয়। যেখানে সাধারণ মানুষ সরাসরি নির্বাহী অফিসারের কাছে তাদের সুবিধা, অসুবিধা, অভিযোগ জানাতে পারেন। সেখান থেকে নির্বাহী অফিসার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন। একই সাথে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলা ভূমি অফিসের কাছারি ঘরে পরিচালিত হয় আমাদের এসিল্যান্ড কর্মসূচি। সেখানে সাধারণ মানুষ তাদের ভূমি সংক্রান্ত সকল প্রকার সেবা গ্রহণ ও অভিযোগ প্রদান করতে পারে।
এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় উপজেলার অসংখ্য মানুষ সহজে সেবা গ্রহণ করতে পারছেন।