নভেম্বর ২৭, ২০২৪
কালিগঞ্জে চোরাচালান সন্ত্রাস নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (২৭নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজি টোকন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদরাসার সুপার মো. শফিউল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, রোকেয়া মনসুর মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, ছাত্র সমন্বয়ক শেখ রাকিবুজ্জামান রাকিব প্রমুখ। প্রত্যেক ইউনিয়নে একটি করে আদর্শ গ্রাম গড়ে তোলা, অজ্ঞান পার্টির চুরি ও দস্যুতা প্রতিরোধ, মাদক ও জুয়া বন্ধে ব্যবস্থা গ্রহণ, জলাবদ্ধতা দূরীকরণে মৎস্যঘেরে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ, ট্রলি ডাম্পারসহ অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সময় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিজিবির ক্যাম্প ইনচার্জ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 8,617,897 total views, 9,554 views today |
|
|
|