অক্টোবর ২৮, ২০২৪
বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা সোমবার (২৮ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে। বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে নবগঠিত কমিটির সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম। পরিচিতি সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিতে বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার কার্যকরী কমিটিতে আরো চার জন সদস্যকে কো-অপ্ট করা হয়। বিভিন্ন দাবি পূরণ ও শিক্ষকদের আশা আকাঙ্খা বাস্তবায়ন এবং সমিতির সৃষ্টিশীল কাজে শিক্ষকদের এগিয়ে আসার সিদ্ধান্তের মাধ্যমে সভা শেষ হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 8,402,023 total views, 442 views today |
|
|
|