নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বড়দলে বিদ্যুতায়িত হয়ে নড়েরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিউলি রানীর স্বামী
লাল্টু মিস্ত্রীর করুণ মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি গোয়ালডাঙ্গা গ্রামের শিক্ষক ভোলানাথ মিস্ত্রীর ছেলে।
শনিবার সকালে নিজ বাড়িতে বজ্র বৃষ্টির সময় মাল্টি প্লাগ থেকে টিভির সংযোগ বিচ্ছিন্ন করার সময় অসাবধানতাবশত এ মৃত্যুর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সকালে বজ্রবৃষ্টি শুরু হলে বিদ্যুৎ লাইন চালু থাকা অবস্থায় মাল্টিপ্লাগ থেকে টিভি প্লাগ বিচ্ছিন্ন করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সহকর্মী শিউলি রানীর স্বামীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আশাশুনি প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম, এস,এম আলাউদ্দীন, শহীদ সারওয়ার স্বপন, আবু তাহের, নিরঞ্জন কমার মন্ডল, মেহেদী হাসান, কাজী কাইয়ুম শামীম, সহকারী শিক্ষক আক্তারুজ্জামান পিন্টু, দেবদাস বিশ্বাস, আবুল খায়ের, রবিউল ইসলাম,শরীফুল ইসলাম, ফারুক ফয়সাল, হিরক মণ্ডল প্রমুখ।