অক্টোবর ২, ২০২৪
আসন্ন দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বজায় রাখা ও জনমনে আস্থা-মনোবল বৃদ্ধিকারী টহল পরিচালনা
প্রেস বিজ্ঞপ্তি : আগামী ০৮-১৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত সনাতন ধর্মের পূজা অনুষ্ঠিত হবে। উক্ত পূজা উপলক্ষে অদ্য ০২ অক্টোবর সকাল ৮টা হতে পূজামন্ডপ সমূহে টহল কার্যক্রম আরম্ভ হয়েছে। অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ০৮ কিঃমিঃ এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায়-২০টি এবং কলারোয়া উপজেলায়-২০টি সর্বমোট ৪০টি পূজামন্ডপ রয়েছে। উক্ত এলাকায় কর্তব্যরত বিজিবি টহলদলকে ০২টি টাক্সফোর্সে বিভক্ত করে ০২ প্লাটুন বিজিবি সদস্য দ্বারা ০৪টি সেকশনে ভাগ করে পূজামন্ডপসমূহ ও এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও জনমনে আস্থা-মনোবল বৃদ্ধিকারী টহল পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে। রেকিদল পূজামন্ডপ সমূহে সিসি ক্যামেরা, জেনারেটর, পর্যাপ্ত সেচ্ছাসেবক, পূজামন্ডপ সমূহে দূস্কুতিকারী কর্তৃক আক্রমনের সম্ভাবনা রয়েছে কিনা তা পর্যবেক্ষন করা। এছাড়াও বেইজ ক্যাম্প হতে পূজামন্ডপ সমূহে ৩০ মিনিটের পৌঁছানোর বিষয়টি পর্যবেক্ষন করছে। যে সকল পূজামন্ডপে পৌছাতে ৩০ মিনিটের বেশী সময় প্রয়োজন হবে সে সকল পূজামন্ডপের নিকটবর্তী স্থানে বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। দায়িত্বপূর্ণ এলাকার পূজামন্ডপ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সাথে যোগাযোগ, পূজা কমিটির সাথে যোগাযোগ করত টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। 8,581,149 total views, 8,919 views today |
|
|
|