জুলাই ৬, ২০২৪
স্মার্ট বাংলাদেশে স্বাস্থ্য সেবাও স্মার্ট হবে -ডাঃ আ. ফ. ম রুহুল হক এমপি
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জরায়ু- মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় ( ৬ জুলাই) সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ জরায়ু- মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু- মুখ ও স্তন ক্যান্সার স্কিনিং কর্মসূচি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত সমন্বয় সভায় স্বাস্থ্য বিভাগ খুলনার পরিচালক ড. মো. মনজুরুল মুরশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ. ফ. ম রুহুল হক এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ স্বাস্থ্য সেবাও হওয়া চাই স্মার্ট অনলাইন ডাটাবেজ এনআইডির মাধ্যমে সর্বপ্রথম সকল রোগীকে সনাক্ত করতে হবে। জরায়ু- মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়নে মাসিক সভা পর্যালোচনা করে সকল কর্মস্থলে ডাক্তার ও নার্স দের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মাসিক সমন্বয় সভার মাধ্যমে জরায়ু -মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং বিষয়ে সচেতন করতে হবে। এ রোগের লক্ষণ ও ভয়াবহতার বিষয়ে জানাতে হবে। ৩০ থেকে ৬০ বছর বয়সী নারীদের এ রোগের ঝুঁকি রয়েছে। তাদেরকে সচেতন করতে হবে। অনেক ডাক্তাররা এ রোগে আক্রান্ত রয়েছে। রোগের শুরুতেই চিকিৎসা নিতে হবে। লজ্জা না করে নিকস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সচেতনতা বৃদ্ধি না করতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারবো না। এজন্য স্কুল, কলেজ ,মসজিদসহ সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। 8,562,921 total views, 1,626 views today |
|
|
|