ডিসেম্বর ১৮, ২০২৪
দুবাই থেকে ভাইয়ের পাঠানো পোশাক গায়ে পরা হলো না দেবহাটার নয়নের
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন আস্কারপুর গ্রামের রেজাউল গাজীর পুত্র আরিফুল ইসলাম নয়ন (২৩) ঝুলান্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার আস্কারপুর এলাকার রেজাউল গাজীর ছেলে। জানা গেছে, সকালে পরিবারের লোকজন নয়নকে না খুঁজে পেলে বাগানের দিকে যেয়ে পুকুরের পাড়ে একিটি আম গাছের ডালে রশি দিয়ে ঝুলে থাকতে দেখে। পরিবারের দাবি ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) আনুমানিক রাত ১ ঘটিকায় নয়ন গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। পরে তারা দেবহাটা থানা পুলিশকে খবর দিলে সকাল সাড়ে ৯ টার দিকে নয়নকে পোস্টমর্টেমের জন্য সদর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে নয়নের পিতা রেজাউল গাজী জানান, আমার ছোট ছেলে নয়নকে বিয়ে দিয়েছি নলতা মাঘুরালী মৃত মোহাম্মাদ আলী সরদারের নাতনি জান্নাতুনের সাথে। মেয়েটি এতিম ও বুদ্ধিপ্রতিবন্ধী জেনেও আমরা মেনে নিয়েছিলাম। দুই সপ্তাহ আগে বৌমা আমার স্ত্রীর ও বড় বৌমার সাথে ঝগড়া করলে, তার মামা সাদ্দামকে খবর দিলে তারা ঐদিন এসে বৌমাকে নিয়ে যান। পরে তারা নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমানের কাছে বিচার দিলে আমরা মঙ্গলবার দুপুরে বসাবসি করি। সেখানে চেয়ারম্যান আমাদের কোন কথা না শুনে, উল্টে শুধু তাদের কথা শুনে এক পক্ষ বিচার করে ও অনেক অপমানজনক কথা বার্তা বলে। এসব কারণে রাতে আমার ছেলে নয়ন আত্মহত্যা করেছে। নয়নের চাচাতো ভাই বাদশা জানান, নয়নের বড় ভাই আশরাফুল দুবাই তে কাজ করেন। গতরাতে নয়নের জন্য জুতা, জামা, মোবাইল, বডি স্প্রে সহ বিভিন্ন উপহার পাঠিয়েছেন। আর সকালে আমরা নয়নের লাশ দেখতে পাচ্ছি। এতসব পোশাক নয়নের আর পরা হলো না। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী জানান, আস্কারপুর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। 8,744,008 total views, 4,350 views today |
|
|
|