ডিসেম্বর ১৮, ২০২৪
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে চোরের দৌরাত্ম্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পরিচালক ডাঃ শেখ কুদরত-ই-খুদা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনদের মোবাইল, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে। এসব ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে অভিযোগ করেও মিলছে না প্রতিকার। ফলে জেলার বৃহৎ এ সরকারি চিকিৎসা সেবা কেন্দ্র থেকে উন্নত চিকিৎসা গ্রহণে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ জেলার সাধারণ অনেক মানুষ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন রোগী এবং রোগীর স্বজনদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন আছেন দেবহাটা উপজেলার কাটাখালি বদরতলা এলাকার আব্দুল হান্নান। তিনি জানান, গত শনিবার দুপুরের দিকে তিনি তার অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন দিয়ে বাড়িতে কথা বলে ফোনটি রেখে দিয়ে ওয়াশরুমে গিয়েছিলেন। এসে দেখেন তার বেডে রাখা মোবাইল ফোনটি নেই। 8,744,092 total views, 4,434 views today |
|
|
|