ডিসেম্বর ১৮, ২০২৪
দেবহাটায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে শুরুতে র্যালী ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংবাদিক মেহেদী হাসান কাজল, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তার প্রমুখ। উপস্থিত ছিলেন পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুল ইসলাম, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 8,743,959 total views, 4,301 views today |
|
|
|