নভেম্বর ২৭, ২০২৪
সুন্দরবনের নানান অপকর্মের মূল হোতা ধরাছোঁয়ার বাইরে!
কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতা ধীন এলাকায় চলছে অবৈধ ভাবে কীটনাশক দিয়ে মাছ শিকার ও অবৈধ আটন জাল দিয়ে কাঁকড়া শিকার ও হরিণ শিকার। গত ১ সপ্তা নাগাদ সুন্দরবন উপকূল অঞ্চল কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়সিং,বিনা-পানি,উত্তর বেদকাশির শাকবাড়িয়া, কাঠকাটা, পাথর খালি, কয়রা সদর ৬ নং কয়রা ৫ নং কয়রা ও ৪ নং কয়রা গ্রাম ঘুরে জানা গেছে স্থানীয় প্রভাব শালী বেক্তি ও কিছু অসাধু বন কর্মকর্তা দের সহযোগিতায় চলছে সুন্দরবনে নানান অপকর্ম। ঝুঁকিতে পড়ছে সুন্দরবনের জীব-বৈচিত্র। সুন্দরবনের সম্পদ রক্ষায় বিভিন্ন সময় কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কীটনাশক দিয়ে মাছ, আটন জাল দিয়ে কাঁকড়া ও ফাঁদ দিয়ে হরিণ শিকারী দের আটক করলেও থামছেনা অপকর্ম। নাম প্রকাশে অনিচ্ছুক জোড় শিংও ৬ নং কয়রা গ্রামের কয়েক জন সাধারণ জেলে অভিযোগ করে বলেন এক দল অসাধু বেক্তিরা আছে তারা সুন্দরবনে না যেয়েও যাঁরা সুন্দরবনে নানান অপকর্ম করে তাদের কে সহযোগিতা করে আসছে। এদের কে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারলে কমে যাবে সুন্দরবনের অপকর্ম।তেতুল তলা চর ও শেখের কোনা গ্রামের কয়েক জন কাঁকড়া ধরা জেলে বলেন শীতের সময় সুন্দরবনের খাল ও নদীতে বেশি কাঁকড়া পাওয়া যায়। অবৈধ আটন জাল দিয়ে খালের ভিতরের ঝরা নদীর পাশের ঝরায় আটন জাল দিয়ে কাঁকড়া শিকার করছে। 8,618,274 total views, 9,931 views today |
|
|
|