নিজস্ব প্রতিবেদক : ‘আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিটি ব্যাংক সাতক্ষীরা শাখায় গ্রাহক সচেতনতা সপ্তাহ উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকাল ৫ টায় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্যোগে এই সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিটি ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাজরু’র চেয়ারম্যান কামাল উদ্দিন, জেলা বাস মালিক সমিতির সদস্য কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম, সিটি ব্যাংক সাতক্ষীরা শাখার অপারেশন অফিসার মাসুদ রানা প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, ভোমরা সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান, সাংবাদিক মনিরুল ইসলাম মিনি, শম্পা ফিসের স্বত্বাধিকারী বিশ্বনাথ ঘোষ, শিক্ষক মমিনুল ইসলাম, দে ব্রাদার্স জুয়েলার্স এর স্বত্বাধিকারী বলাই দে প্রমূখ। এ সময় বক্তারা ঋণ পরিশোধে গ্রাহকদের করণীয়, প্রবাসী বাংলাদেশী ও তাদের প্রিয়জনদের করণীয়, আমানতকারীদের দায়-দায়িত্ব, ঋণের জামিনদারদের দায় দায়িত্ব, ঋণ গ্রহীতাদের দায় দায়িত্বে এবং আর্থিক সংবেদনশীল তথ্যের গোপনীয়তা বজায় রাখতে করনীয় সম্পর্কে আলোচনা করেন।
8,557,278 total views, 7,884 views today