জুলাই ৯, ২০২৪
গ্রামীন নারীদের সম্পৃক্ত করে উন্নত দেশ গড়তে চায় সরকার ------------------------- লায়লা পারভীন সেঁজুতি এমপি
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার নারী ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। দেশরতœ শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে নারী ইউপি সদস্যদের সাথে মঙ্গলবার বেলা ১১ টায় লেকভিউ’র মেঘনা হল রুমে এ মতবিনিময় সভা করেন। এ সময় সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় ৩৫ জন নারী ইউপি সদস্য উপস্থিত থেকে তাদের অভিমত ব্যক্ত করেন। মতবিনিময় সভায় সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, দেশের অর্ধেক জনগোষ্টি নারী। দেশে উন্নয়নের মহাযজ্ঞে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। সরকার নারী উন্নয়নে যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে এমপি সেঁজুতি বলেন সেগুলোর অধিকাংশই নারীরা জানেনা। সংরক্ষিত নারী এমপির বরাদ্দের অর্থও পুরুষদের মাধ্যমে ব্যয় করতে হয়। এই পরিস্থিতি পাল্টাতে হবে। আমরা চাই সকল বরাদ্দ সমবন্টনসহ নারী এমপির বরাদ্দ নারীরাই ব্যয় করুক। এজন্য তাদেরকে আরো দক্ষ হতে হবে। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. হ. ম তারিক উদ্দীন, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য নাজমুন নাহার মুন্নী, জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও জেলা পরিষদের সদস্য মিসেস মাহফুজা রুবি, জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ইসমত আরা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রওশনারা রুবি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পেশাজীবী লীগের এ্যাড আল মাহমুদ পলাশ। 8,557,075 total views, 7,681 views today |
|
|
|