জুন ২৯, ২০২৪
পাইকগাছায় ভিজিডি কার্ডের চাউল বিতরণ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা লস্কর ইউনিয়ন হতদরিদ্র নারীদের মাঝে ভিজিডি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। এসময়ে ৯টি ওয়ার্ডের মোট ২২১ জন ভিজিডি উপকারভোগী হতদরিদ্র নারীদের মাঝে চলতি বছরের মে- জুন মাসের চাউল বিতরণ করা হয়। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উক্ত চাউল বিতরণ এর উদ্বোধন করেন, অত্র ইউপি’র বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন)। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোঃ ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য টি এম হাসানুজ্জামান, জি এম তাজ উদ্দিন, মোহাম্মদ শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম সানা, রফিকুল ইসলাম, পরমানন্দ কুমার সানা, অরবিন্দ কুমার মন্ডল, দিলীপ কুমার মন্ডল, অঞ্জলি রানী ঢালী ও মর্জিনা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন দফাদার মোঃ রবিউল ঢালী, গ্রাম পুলিশ আবদুল কাদের মোল্লা, মিঠুন কুমার মন্ডল, ফয়সাল আহাম্মেদ, আবুল কালাম আজাদ, শংকর কুমার সানা, মোঃ মোস্তফা সানা, আশুতোষ কুমার সানা, দেবব্রত কুমার সানা ও মোঃ ইবাদুল গাজী সহ অনেকে। 9,016,152 total views, 681 views today |
|
|
|