জুলাই ৯, ২০২৪
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে ২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে অবৈধ কারেন্ট জাল বিক্রয়ের অপরাধে জরিমানা সহ জব্দকৃত ১২ কেজি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে মঙ্গলবার বিকালে পাইকগাছা বাজারে উক্ত অভিযান পরিচালনা করা হয়। এসময়ে দুই ব্যবসায়ীকে ৩ হাজার ও ৫ হাজার মিলিয়ে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন, অফিস সহকারী সুমন ঘোষ, নাদিম ও থানা পুলিশ সহ আনসার সদস্য বৃন্দ। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে। 8,564,182 total views, 2,887 views today |
|
|
|