জুন ২৭, ২০২৪
পাইকগাছায় চিংড়ী খাত ধ্বংস রোধে বিভিন্ন সংগঠনের মতবিনিময়
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বৈদেশিক মুদ্রা অর্জনের ২য় খাত চিংড়ী শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং চিংড়ী ও মৎস্য খাত রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় চিংড়ী চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও চিংড়ী চাষী সমিতির প্রধান উপদেষ্টা শেখ কামরুল হাসান টিপু। পাইকগাছা চিংড়ী চাষী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোর্তাজা জামান আলমগীর রুলু, মৎস্য আড়ৎদারি সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন, শেখ আনারুল ইসলাম, নির্মল মজুমদার, আলমগীর হোসেন, মাহবুবুর রহমান, মনোহর চন্দ্র সানা, সন্তোষ কুমার সরদার, আবু সাঈদ কালাই, শওকত মোড়ল, মৎস্য আড়ৎদারি সমিতির সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান মিঠু,আসলাম পারভেজ, সাজ্জাত হোসেন, ফারুখ হোসেন, ফজলুর রহমান সুনীল কুমার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পাইকগাছার চিংড়ি চাষী সমিতির নেতৃবৃন্দ বলেন, পাইকগাছায় এবার লবন পানির চিংড়ি শিল্পকে ধ্বংশের ষড়যন্ত্র চলচ্ছে। লবন পানির চিংড়ি চাষ আমাদের পাইকগাছা এলাকার উন্নয়ের জন্য আর্শীবাদ স্বরুপ। পাইকগাছা চিংড়ী চাষী সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেয় মৎস্য আড়ৎদারি সমিতি, বাগদার পোনা ব্যবসায়ী সমবায় সমিতি, চিংড়ী বিপনন সমিতি, কাঁকড় সমিতি, বস্ত্র, চাউল, কাঁচা বাজার, হোটেলসহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ। 8,555,188 total views, 5,794 views today |
|
|
|