মে ২৯, ২০২৪
ঘূর্নিঝড় রিমেলের প্রভাবে খাজরায় ভেড়িবাঁধে ভাঙন, সংষ্কারের দাবি
নুরুল ইসলাম, (খাজরা) আশাশুনি প্রতিনিধি : ঘূর্নিঝড় রিমেলের প্রভাবে আশাশুনির খাজরা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ৭/২ নং পোল্ডারের আওতায় ২নং ওয়ার্ডের পশ্চিম খাজরা রাজবংশীপাড়া সংলগ্ন কপোতাক্ষ নদের তীরবর্তী তোফাজ্জেল হোসেন মোড়লের ¯øুইজ গেট থেকে নবকুমারের লবনের ঘর পর্যন্ত প্রায় ২শ মিটার জরাজীর্ন ওয়াপদার রাস্তা নতুন করে ভাঙন দেখা দিয়েছে। জরুরী ভাবে সংষ্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। 8,972,143 total views, 3,825 views today |
|
|
|