মে ৩০, ২০২৪
কালিগঞ্জে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল জেলের
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারালেন পঞ্চানন সরকার (৪৮) নামে এক জেলে। আজ বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের দাঁড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পঞ্চানন সরকার দাঁড়িয়ালা গ্রামের মৃত অবনী সরকারের ছেলে। নিহতের মেয়ে প্রিয়াংকা সরকার (২৮) জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে বসতঘরে বৈদ্যুতিক ফ্যানে সুইচ দেয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তার বাবা পঞ্চানন সরকার। এসময় মা নমিতা সরকারকে নিয়ে তিনি সাতক্ষীরায় অবস্থান করছিলেন। প্রতিবেশীদের মাধ্যমে বাবার মৃত্যুর খবর পেয়ে বিষয়টি থানায় জানালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকারের অনুমতি প্রদান করা হয়েছে। 9,015,725 total views, 254 views today |
|
|
|