মে ৮, ২০২৪
কালিগঞ্জে চেয়ারম্যান পদে সুমন, ভাইস চেয়ারম্যান পদে বাবলু ও ফারজানা বিজয়ী
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনভর উপজেলা জুড়ে ছিল উৎসবের আমেজ। কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮ টায় উপজেলার ৭৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু প্রথম ধাপে অনুষ্ঠিত কালিগঞ্জ উপজলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় দুই প্রার্থী মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান সুমন আনারস প্রতীকে ৬২ হাজার ৭৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্ব›দ্বী প্রার্থী সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৩২৯৪৬ ভোট। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু বই প্রতীকে ৬১ হাজার ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ নাজিমুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৬৫ ভোট। এ পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। ভাইস চেয়ারম্যান (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফারজানা শওকাত আফি (হাঁস) পেয়েছেন ৪৬১৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ (ফুটবল) পেয়েছেন ২০৪৫১ ভোট। 8,549,568 total views, 174 views today |
|
|
|