নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট (সিএমসি) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আশাশুনি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (৬ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর।
মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় ‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ এ স্লোগানকে সামনে রেখে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সুপারভাইজার আজিবুর রহমান, জেন্ডার প্রোমোটার এসকে হাসানসহ প্রধান শিক্ষকগণ।
সভায় অভিভাবকবৃন্দের উপস্থিতিতে এ সময় উপজেলার ১১ টি ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কার্যক্রমের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধানের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।