মার্চ ১৫, ২০২৪
পাইকগাছায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন
পাইকগাছা প্রতিনিধি : বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটির শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটা র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” প্রতিপাদ্যকের আলোকে দিবসটির বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি মোঃ ওবাইদুর রহমান। সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। এসময় বক্তৃতা করেন, উপধ্যক্ষ উৎপল কুমার বাইন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, ইউএম জিএম জাকারিয়সহ আরো অনেকে। 8,703,350 total views, 283 views today |
|
|
|