ফেব্রুয়ারি ১২, ২০২৪
স্বপ্ন থাকলে সঠিক গন্তব্যে পৌছাতে পারবে – এমপি আশরাফুজ্জামান আশু
ফয়সাল ইকবাল, শহর প্রতিনিধিঃ পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সদর এমপি আশরাফুজ্জামান আশুকে সংবর্ধনা প্রদান, ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ, এস এস সি ২০২৪ সালের বিদায়ী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে।স্বপ্ন থাকলে সঠিক গন্তব্যে পৌছাতে পারবে। তোমরায় আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। গুরুজনকে সম্মান করতে হবে। তাদের দোয়া ও মনোযোগসহকারে লেখা পড়া করলে জীবনে সফলতা অনিবার্য। তিনি আরো বলেন, লেখাপড়ার বিকল্প কিছু নাই। সকল চিন্তা বাদ দিয়ে লেখা পড়া করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম ( শামীম)। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের দাতা সদস্য মো. মশিউর রহমান বাবু, পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুৃমন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো.শরিফুজ্জামান বিপুল, 8,412,859 total views, 1,012 views today |
|
|
|