ফেব্রুয়ারি ১২, ২০২৪
সাতক্ষীরায় জেন্ডার ইন হিউম্যানিটেরিয়ান অ্যাকশান গ্রুপের স্থানীয় অধ্যায়ের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : মানবিক কর্মে লিঙ্গ সমতার কার্যকর মূলধারা নিশ্চিত করতে সাতক্ষীরায় জেন্ডার ইন হিউম্যানিটেরিয়ান অ্যাকশন (GiHA) ওয়ার্কিং গ্রুপের স্থানীয় অধ্যায়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় ইউএন উইমেন এ উদ্বোধনি অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সঞ্চালনায় ও ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট, ক্লাইমেট চেঞ্জ, ডিআরআর হিউম্যানিটেরিয়ান একশান এবং জিহার কো-চেয়ার দিলরুবা হায়দার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক (চঃ দাঃ) এ কে এম শফিউল আযম, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক (চঃ দাঃ) মোছা: এছমত আরা বেগম, কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের সরদার গিয়াস উদ্দীন আহম্মেদ, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার দিলীপ কুমার দাস, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার রুমা মুন্ডা, সাংবাদিক আহসানুর রহমান রাজীব, সাংবাদিক আসাদুজ্জামান মধু প্রমুখ। অনুষ্ঠানে ইউএন উইমেন এর অরুপ বড়ুয়া, বৈশাখী টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি শামীম পারভেজ, দৈনিক কালের কণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার উপ-সম্পাদক মো. মাজহারুল ইসলামসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন বেসরকারি সামাজিক উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সাতক্ষীরার জেলায় মানবিক কর্মে লিঙ্গ সমতার কার্যকর মূলধারা নিশ্চিত করতে জেন্ডার ইন হিউম্যানিটেরিয়ান অ্যাকশন (GiHA) এর স্থানীয় অধ্যায়ের ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়। এতে সাতক্ষীরা গ্রুপ চ্যাপ্টারের কো-চেয়ার মনোনীত হয়েছেন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া এবং মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক (চঃ দাঃ) এ কে এম শফিউল আযম। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ ওই গ্রুপের সদস্য মনোনীত হয়েছেন। 8,559,927 total views, 10,533 views today |
|
|
|