ডিসেম্বর ৩০, ২০২৩
সাতক্ষীরা সদর আসনে লাঙ্গল প্রতীককে বিজয়ী করতে হবে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে লাঙ্গল প্রতীকের মতবিনিময় সভায় বক্তারা
ডেস্ক রিপোর্ট : ‘আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশের ও দলের স্বার্থে সাতক্ষীরা সদর-২ আসনে নৌকার পরিবর্তে লাঙ্গল প্রতীক দিয়েছেন। এজন্য লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আশরাফুজ্জামান আশুকে নির্বাচিত করতে হবে’। আগামী ৭ই জানুয়ারি আসন্ন দ্বাদশ নির্বাচন উপলক্ষে শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি প্রাঙ্গণে সাতক্ষীরা সদর আসনে লাঙ্গলের প্রার্থীর আশরাফুজ্জামান আশুর সাথে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা মন্দির সমিতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার আয়োজনে এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জী। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি নিত্যানন্দ আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ আসাদুজ্জামান বাবু। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের লাঙ্গল প্রতীকের প্রর্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য সুধাংশ শেখর সরকার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার আহŸায়ক অমিত কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেও ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক কানাই লাল প্রমুখ। মতবিনিময় সভায় জেলা মন্দির সমিতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের সাভাপতি-সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সকলেই লাঙ্গল প্রতীককে বিজয়ী করতে একাত্বতা ঘোষণা করেন। 8,578,548 total views, 6,318 views today |
|
|
|