ডিসেম্বর ২১, ২০২৩
দুটি ট্রাকে ভরে গ্যাস সিলিন্ডার নিয়ে পালালো চোর!
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড়ের একটি গ্যাসের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড়ে প্রগতি এন্টার প্রাইজ থেকে ১ হাজার পিস গ্যাস ভর্তি সিলিন্ডার ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চোর। এ ঘটনায় দোকানের স্বত্ত¡াধিকারী শহরের মধুমল্লারডাঙ্গী এলাকার মৃত গনেশ চন্দ্র দাসের ছেলে অসীম কুমার দাস দুইজনের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ‘শহরের রাজারবাগান এলাকার মুনসুর আলী মেম্বারের ছেলে অহিদুজ্জামান তুহিন ও কাটিয়া সরকার পাড়া এলাকার প্রভাষ গাইন পলাশসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন ব্যক্তি বুধবার ভোর ৬টার সময় ২টি ট্রাক নিয়ে ওই গ্যাসের দোকানের সামনে রেখে দোকানের তালা ভেঙে ১ হাজার পিস গ্যাস সিলিন্ডার খুব দ্রæত দুটি ট্রাকে ভর্তি করে নিয়ে চলে যায়’। অভিযোগে তিনি আরো উল্লেখ করেছেন, ‘চুরির বিষয়টি পাশ^বর্তী একজন দোকনদার দেখতে পেয়ে তাকে খবর দেয়। পরে তিনি দোকানে গিয়ে দেখেন গ্যাসের দোকানের তালা ভেঙে দোকানের ১ হাজার পিস গ্যাস সিলিন্ডার নেই। এরপর অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তাকে খুন জখমের হুমকি দেয়’। চুরি যাওয়া গ্যাস সিলিন্ডারের বর্তমান বাজার মূল্য ১২ লক্ষ টাকা বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, ‘অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’। 8,413,032 total views, 1,185 views today |
|
|
|