নভেম্বর ২৮, ২০২৩
ভোমরায় নিয়ম সেবা ব্রত অন্তে ভাগবত আলোচনা ও মহোৎসব
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলা ভোমরায় নিয়ম সেবা ব্রত অন্তে আলোচনা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর ) দুপুর ১টায় ভোমরা কালিতলা কালীমন্দির এর সভাপতি বাবু সুবল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ভাগবত পাঠ করেন স্বপন কৃষ্ণ বাইন পুরোহিতের দায়িত্ব পালন করেন স্বপন কুমার গোস্বামী (পাটবাড়ি দেবহাটা) নাম সংকীর্তন পরিবেশন করেন গীতা অমৃত সংঘ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাহিত্য সম্পাদক বাবু অসীম কুমার দাস সোনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মন্দির সমিতির কার্যকরী সদস্য অসীম কুমার সাধু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিব পদ গাইন, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অমিত কুমার ঘোষ ,বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার আহ্বায়ক অরবিন্দু কর্মকার, উপদেষ্টা দেবাশীষ দাস , ভোমরা পুরাতন হাটখোলা সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি বাবু কার্তিক চন্দ্র ঘোষ, ভোমরা কালিতলা কালী মন্দিরের উপদেষ্টা বিজন বিশ্বাস ,শরৎ বিশ্বাস ,গৌর সরদার ,হরিদাস হালদার, সহ-সভাপতি অনিমেষ বিশ্বাস, সহ-সম্পাদক অজয় সরকার সাংগঠনিক বিকাশ মণ্ডল কোষাধ্যক্ষ পলাশ বিশ্বাস। , ভোমরা দাসপাড়া কালী মন্দিরের সভাপতি সমরেশ দাস, শাখরা দাসপাড়া কালী মন্দিরের সভাপতি বাপ্পি দাস, কোমরপুর দুর্গা মন্দিরের সভাপতি সুভাষ দাস,বৈচনা দুর্গা মন্দিরের সভাপতি বীরেন সরদার, কুলিয়া গীতা অমৃত সংঘের সভাপতির সুশীল সরদার, কুলাটি সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার, নবাতকাটি সার্বজনীন কালী মন্দিরের জুড়ন সরকার। নাম সংকীর্তন শেষে অন্নপ্রসাদ বিতরণের দায়িত্ব পালন করেন গীতা অমৃত সংঘের সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ভোমরা কালিতলা কালীমন্দিরের সাধারণ সম্পাদক বাবু কিনু কুমার বিশ্বাস। 8,577,501 total views, 5,271 views today |
|
|
|