আগস্ট ২, ২০২৩
পাইকগাছায় জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের ১৬২তম জন্মবার্ষিকী পালন
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের (পিসি রায়) ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এবং পাইকগাছা উপজেলা প্রশাসন ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৬’র সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাত হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদত্ত বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রেমকুমার মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন কুমার সাধু, চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার, আঃ সালাম কেরু, শংকর দেবনাথসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনেরা। 8,573,167 total views, 937 views today |
|
|
|