আগস্ট ২৯, ২০২৩
স্কুলছাত্র শাহারিয়ারের সন্ধান চায় তার বাবা-মা
নিজস্ব প্রতিবেদক : মো. শাহারিয়ার খান নামের ১২ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। সে যশোর জেলার মনিরামপুর উপজেলার তেতুলিয়া গ্রামের মো: সাইফুজ্জামান মামুনের ছেলে এবং মুন্সি খানপুর খামারবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। শিশুটির বাবা মো. সাইফুজ্জামান মামুন জানান, ‘আমার ছেলে মো. শাহরিয়ার খান গত ১৮ আগস্ট দুপুরে খাওয়া-দাওয়ার পরে তার বন্ধুদের সাথে খেলাধুলা করতে যায়। দিন শেষে সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও সে বাড়ি ফেরেনি। পরে সম্ভাব্য সকল স্থানসহ সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ-খবর নিয়ে কোথাও তার সন্ধান মেলেনি’। তিনি আরো জানান, ‘তার ছেলে মো. শাহারিয়ার খানের গায়ের রং শ্যামলা ও সুঠাম দেহের অধিকারী। যদি কোন সহৃদয়বান ব্যক্তি শিশুটির খোঁজ পায় তাহলে মনিরামপুর থানা পুলিশে অথবা ০১৯১৪-৩০৫৯৪৩ ও ০১৯৬৫-৫২১৭৮০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন’। এবিষয়ে গত ২৫ আগস্ট মনিরামপুর থানায় ১২১৭ নং মিসিং ডায়েরি করা হয়েছে। 8,225,989 total views, 5,981 views today |
|
|
|