জুলাই ২৭, ২০২৩
কালিগঞ্জে সজীব ওয়াজেদ জয়’র জন্মদিন পালিত
নিজস্ব প্রতিনিধি:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়’র ৫৩ তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন। এসময় তিনি বলেন, সজীব ওয়াজেদ জয় এর হাত ধরে বাংলাদেশ পেয়েছে প্রযুক্তির ছোঁয়া, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যার অবদান অনস্বীকার্য। নানা ও মায়ের স্বপ্ন বাস্তবায়নে পর্দার আড়ালে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। বাংলাদেশ আজ মহাকাশ জয় করেছে, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল ক্যাম্পেইন, ঘরে ঘরে ইন্টারনেট সেবা সহ দেশব্যাপি যত প্রযুক্তির বিপ্লব ঘটেছে সিংহভাগ কৃতিত্বই তার। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিন্দুর মিডিয়া এন্ড কমিউনিকেশন অফিসার শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাতক্ষীরা জজ কোর্টের এপিপি হাবিব ফেরদাউস শিমুল, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক ও মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য প্রমুখ। আলোচনা সভা শেষে যুব প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ ও কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমিউনিটির শতাধিক যুব নারী, বিন্দুর কর্মকর্তা-কর্মচারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 8,559,007 total views, 9,613 views today |
|
|
|