জুলাই ৮, ২০২৩
সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দির প্রাঙ্গণে সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ এর সঞ্চালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র গীতা পাঠ এর মধ্যে অনুষ্ঠান শুরু করা হয়। গীতা পাঠ করেন নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক সুজন বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রশান্ত কুন্ডু। প্রধান অতিথি নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুল, মিষ্টি দিয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত সকল সদস্যের সম্মতিতে কেন্দ্রীয় দিক নির্দেশনা অনুযায়ী সঞ্জীব ব্যানার্জিকে আহবায়ক, রঘুজিৎ গুহ, আনন্দ সরকার কে সদস্য করে জেলা ব্যাপী গীতা পাঠ প্রতিযোগিতার আহবায়ক কমিটি গঠন করা হয়। আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে শিবপদ গাইন কে আহবায়ক, অমিত কুমার ঘোষ বাপ্পা কে সদস্য সচিব করে জন্মাষ্টমী উদযাপন কমিটি গঠন করা হয়। বক্তব্য রাখেন নব গঠিত কমিটির সহ-সভাপতি স্বপন কুমার শীল, এ্যাড: সোমনাথ ব্যানার্জি সকল উপজেলা সভাপতি। প্রধান অতিথি তার বক্তব্য নবগঠিত কমিটির সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন এবং সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে কমিটি গঠন করায় কেন্দ্রীয় কমিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নব গঠিত কমিটির যুগ্ম সম্পাদক ১ নিত্যানন্দ আমিন। 8,412,838 total views, 991 views today |
|
|
|