জুলাই ২১, ২০২৩
সাতক্ষীরায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দির প্রাঙ্গণে এ পরিচিতি ও কর্মী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত আহ্বায়ক কমিটির আহবায়ক অমিত কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী তিলক কুমার গোস্বামী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী রবার্ট নিক্সন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শ্রী বিশ্বজিৎ সাধু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ ঘোষ, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড.সোমনাথ ব্যানার্জি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য শ্রী গৌর চন্দ্র দত্ত, শ্রী সুধাংশু শেখর সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার শীল, যুগ্ম সম্পাদক ১ শ্রী নিত্যানন্দ আমিন, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস সোনা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেভাঃথীয়ফিল গাজী , বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কালি সাধারণ সম্পাদক অসীত সেন। যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেবাশীষ রায়, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাস। প্রধান অতিথি তার বক্তব্য নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সঠিক সময়ে সম্মেলন করার আহŸান জানান। অনুষ্ঠানে সকল উপজেলা সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শ্রীদাম দে ও সদস্য অতনু বসু। 8,412,512 total views, 665 views today |
|
|
|